ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় মুক্তিযোদ্ধা ভবনের কাজ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
 সাটুরিয়ায় মুক্তিযোদ্ধা ভবনের কাজ শুরু সাটুরিয়ায় মুক্তিযোদ্ধা ভবনের কাজ শুরু-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা সংলগ্ন জায়গায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডেভােকট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রোববার (২২ মে) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি আট লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।