সোমবার (২২ মে) সকাল ৬টা থেকে দূরপাল্লাসহ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রেখে শহরের হরিশপুর এলাকায় অবস্থান করছে পরিবহন শ্রমিকরা।
এছাড়াও বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যানবাহন।
নাটোর জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোস্তারুল ইসলাম আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত এ ধর্মঘট চলবে। এর মধ্যে কোনো মালিক গাড়ি বের করবেন না এবং শ্রমিকরাও গাড়ি চালাবেন না।
তিনি বলেন, এ সময়ের মধ্যে দাবি না মানলে পরবর্তীতে ঐক্য পরিষদ আরও কর্মসূচি দেবে।
এর আগে শনিবার (২০ মে) সন্ধ্যার দিকে এ কর্মসূচির ডাক দেয় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন নাটোরের শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/