সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবণী চাকমা এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী এলাকার আব্দুর রবের ছেলে মামুন শেখ (৩০), একই এলাকার শামসুল হকের ছেলে সাইদুল (৩০), আব্দুল হকের ছেলে আজিম (২০) ও ওয়াহাব শেখের ছেলে ফিরোজ শেখ (২০)।
নৌ পুলিশের নেছরাবাদ থানার ফাঁড়ির ইনচার্জ মো. হারুন বাংলানিউজকে জানান, ভোরে কালিগঙ্গা নদীর ধাবড়ী এলাকায় অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় ওই চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি বাধা ও চড়গড়াসহ চার হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
পরে সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাল কাউখালী উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/