সোমবার (২২ মে) ভোরে রেঞ্জের তালপট্টি এলাকায় তাকে নৌকা থেকে তুলে নিয়ে যায় আক্রমণকারী বাঘ। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবিয়ার রহমান বাংলানিউজকে জানান, তিন দিন আগে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। ভোরে হঠাৎ একটি বাঘ তাদের নৌকায় হামলা করে। এসময় খোকন খাঁকে তুলে নিয়ে যায় বাঘটি। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/এইচএ/