ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, মে ২২, ২০১৭
কেরানীগঞ্জে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন কেরানীগঞ্জে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন

কেরানীগঞ্জ (ঢাকা): নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কেরানীগঞ্জে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এবং জয় মোবাইল অ্যাপসের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম এ ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইন আয়োজনে সহযোগিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

ক্যাম্পেইনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীনের সভাপতিত্বে গেস্ট অব অনারে বক্তব্য রাখেন- মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন ও এটুআই প্রোগ্রামের ইনোভেশন স্পেশালিস্ট (উপ-সচিব) শাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা নার্গিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না।

এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা সহকারী প্রোগ্রামার শারমীন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান ও চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।