সোমবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ি উত্তরা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ডেমরা বাঁশেরপুল এলাকায় বসবাসকারী জিল্লুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। সকালে যাত্রাবাড়ি উত্তরা ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দু’টি বেপরোয়া যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এজেডএস/এসআরএস/আরআই