সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফুল ওই গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা কৃষ্ণনগর গ্রামের একটি কবরস্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা কবরস্থানে পুতে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/