ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

বরিশাল: বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২১ মে) দিবাগত রাত সোয়া ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকাধীন টিঅ্যান্ডটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম।

তিনি জানান, মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনের দলীয় প্রার্থী শাহে আলম রাঢ়ি’র পক্ষে উঠান বৈঠক শেষে রাত ১১টার দিকে তিনিসহ ১০ থেকে ১৫ জন মোটরসাইকেলযোগে পাতারহাটস্থ বাসায় ফিরছিলেন। এ সময় পাতারহাট বন্দরের টিঅ্যান্ডটি ব্রিজে পৌঁছালে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়।

মইদুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর উপস্থিতিতে এই হামলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথ সাংবাদিকদের জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বাংলানিউজকে বলেন, তাদের নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।