সোমবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ১৪ এপ্রিল সিটি কর্পোরেশনের ইউনিয়নের ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচন রেজিস্টার্ড অব ট্রেড ইউনিয়নও মেনে নেয়নি জানিয়ে বেলায়েত হোসেন আরও বলেন, নির্বাচনে শ্রম আইন ও হাইকোর্টের নির্দেশনা প্রতিফলিত না হওয়ায় ঢাকা বিভাগীয় শ্রম দপ্তর এ ফলাফল মেনে নেয়নি।
তিনি বলেন, একতা পরিষদ এক তরফা নির্বাচনের পর কাউকে পাত্তা না দিয়ে আগামীকাল অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছে। এ অভিষেক অনুষ্ঠান বন্ধের জোর দাবি জানাই।
মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএম/এমজেএফ