ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

একতা পরিষদের অভিষেক অনুষ্ঠান বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, মে ২২, ২০১৭
একতা পরিষদের অভিষেক অনুষ্ঠান বন্ধের দাবি ঐক্য পরিষদের মানববন্ধন/ছবি: শাকিল

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনকে অবৈধ ও পাতানো বলে দাবি করেছে ঐক্য পরিষদ।

সোমবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

ঐক্য পরিষদের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ১৪ এপ্রিল সিটি কর্পোরেশনের ইউনিয়নের ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেই নির্বাচনে ঐক্য পরিষদকে পাশ কাটিয়ে একটি পাতানো নির্বাচন করে একতা পরিষদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়াদোত্তীর্ণ কমিটিকে নির্বাচিত দেখানো হয়েছে।

ওই নির্বাচন রেজিস্টার্ড অব ট্রেড ইউনিয়নও মেনে নেয়নি জানিয়ে বেলায়েত হোসেন আরও বলেন, নির্বাচনে শ্রম আইন ও হাইকোর্টের নির্দেশনা প্রতিফলিত না হওয়ায় ঢাকা বিভাগীয় শ্রম দপ্তর এ ফলাফল মেনে নেয়নি।

তিনি বলেন, একতা পরিষদ এক তরফা নির্বাচনের পর কাউকে পাত্তা না দিয়ে আগামীকাল অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছে। এ অভিষেক অনুষ্ঠান বন্ধের জোর দাবি জানাই।

মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।