ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ভোলা: ভোলায় দুই হাজার ১৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ মে) সকাল ১১টার দিকে সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল্লাহ ও সামসুল হক।

তাদের বাড়ি কক্সবাজার এলাকায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।