সোমবার (২২ মে) জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর মাতবর শরীয়তপুরের ছোট সন্দীপ এলাকার বাসিন্দা মৃত তৈয়ব আলী মাতবরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১৮ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর মাতবরকে ৩৬ গ্রাম হেরোইন ও ১৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন র্যাব-৮ এর সদস্যরা।
এ ঘটনায় ওইদিন রাতেই কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন র্যাব-৮ এর ডিএডি শাহিনুর রহমান। একই বছরের ২৯ জুলাই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান।
আদালতে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক ধারায় আসামি জাহাঙ্গীর মাতবরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সয়শ: ১২৫৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/এসআরএস/জেডএস