ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ২২, ২০১৭
গোপালগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হরিচাঁদ বৌদ্ধ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হরিচাঁদ  চেচানিয়াকান্দি এলাকার বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান,  সকালে চেচানিয়াকান্দি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হরিচাঁদ। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।