ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নাটোর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
নাটোর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে শোভাযাত্রা নাটোর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে শোভাযাত্রা

নাটোর: বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

সোমবার (২২ মে) সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বের গিয়ে শেষ হয়।

সেখানে কেক কাটেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভূঞা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুনসহ প্রেসক্লাবের নেতারা।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২২, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।