সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মঞ্জুরি চাকমা উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের নালকাটা এলাকার উজ্জ্বল চাকমার মেয়ে।
জানা যায়, সকালে উপজেলার নালকাটা এলাকায় শিশুটি বাড়ির পাশে রাস্তায় মায়ের সঙ্গে বের হয়। এ সময় পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরি চাকমাকে মৃত ঘোষণা করেন।
পানছড়ির ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের সদস্য বিনয় চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসআরএস/জেডএস