পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। ৩০ মে থেকে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনে অংশ নিয়ে রাতে দেশে ফিরে আসবেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও সচিব মো. শহীদুল হক তার সফরসঙ্গী হচ্ছেন।
সম্মেলনে আইএইএর সদস্য রাষ্ট্র ও সংস্থাগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে আগেই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
কেজেড/আইএ