সোমবার (২২ মে) দুপুরে খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন।
নৌবাহিনীর ২০১৭ এ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. তানভীর ডিই/ইউসি/ইউটি পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে নৌ-প্রধান পদক পেয়েছেন।
এছাড়া মো. জুবায়ের রশিদ অনিক, ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক এবং মো. রাসূল কিবরিয়া, ডিই/ইউসি/ইউটি তৃতীয় স্থান অধিকার করে তিতুমীর পদক পান।
কুচকাওয়াজে অন্যদের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকায় পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক এবং নবীন নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমআরএম/এএটি/এএ