সোমবার (২২ মে) দুপুর দেড়টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
আমজাদ শেখ রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামের মৃত ফজের আলী শেখের ছেলে।
ওবাইদুর রহমান জানান, আমজাদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকা বাহিনীর একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে তিনটি হত্যা, একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ মে) দিনগত রাতে তাকে মাগুরা জেলা শহরের স্টেডিয়াম পাড়া থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি