সোমবার (২২ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও ১৪ জন আহত হন। এদের মধ্যে দুই জনের আবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি