সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন মনিলাল চৌধুরীর মালিকানাধীন তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের (এপিএম) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
এদিকে, মিলটি মহাসড়কের পাশে হওয়ার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে যানচলাচল বেশকিছু সময় বন্ধ থাকে। এতে রাস্তার উভয়পাশে দূরপাল্লার যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি