সোমবার (২২ মে) দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলসুমা ওই এলাকার জহির মিয়ার মেয়ে এবং জগদীশপুর জে সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম দস্তগীর বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ঘরের মধ্যে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরবি/