বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার তৈলটুপী সড়কের রামনগর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েত রামনগর বটতলা গ্রামের মনোহর হোসেনের ছেলে এবং রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে রামনগর বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলো জুনায়েত। এসময় পেছন থেকে একটি নছিমন তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা জুনায়েতকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/