পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্র জানায়, শ্রীপুরের মুলাইদ এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতো ধর্ষক সুমন মিয়া। আর ১০ বছর বয়সী শ্যালিকা তার শাশুড়ির সাথে এমসি বাজার এলাকা বসবাস করতো।
গত সোমবার (২২ মে) কারখানা ছুটির পর সুমন মিয়া শ্যালিকাকে মুলাইদ এলাকায় তাদের বাসায় বেড়াতে নিয়ে যায়। মঙ্গলবার (২৩ মে) রাতে স্ত্রী ও শ্যালিকা নিয়ে এক বিছানায় ঘুমায় সে। এক পর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে রাত দেড়টার দিকে সুমন মিয়া তার শ্যালিকাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার বোন ঘুম থেকে জেগে ঘটনাটি দেখতে পায়।
বুধবার ভোরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে সুমন মিয়াকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুমন মিয়াকে আটক করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক সুমন মিয়াকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরএস/জিপি/আরআই