বুধবার (২৪ মে) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, কাজল ঘোষ, গণফোরামের অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, নারী নেত্রী রাবেয়া খাতুন, শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ ও বিনয় ভূষন মন্ডল প্রমুখ।
বক্তারা দেশের আলোচিত বনানীর ‘রেইন-ট্রি’ হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএস/এসআরএস/জেডএস