বুধবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সি সি এন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল হক।
‘নজরুল সাহিত্য: বিশ্ববোধ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনজুর রহমান।
‘প্রামাণ্যচিত্রে নজরুল: ধরন ও বৈশিষ্ট্য’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. তুহিনুর রহমান (তুহিন অবন্ত)।
প্রবন্ধ দুইটির আলোচক হিসেবে আলোচনা করেন যথাক্রমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ এবং বিশিষ্ট চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াৎ।
আন্তর্জাতিক সেমিনারে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
এদিকে, চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শতাধিক ছবি এ প্রদর্শনীতে স্থান পায়। শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি নজরুলের গান, কবিতা, নৃত্য অনুষ্ঠিত হয়।
কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘ঝিলিমিলি’ পরিবেশন করে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএএএম/ওএইচ/