ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে ৬০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
কুমারখালীতে ৬০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস কুমারখালীতে ৬০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ফরমালিনযুক্ত প্রায় ৬০-৭০ মণ আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত শহরের সোনাবন্ধু মার্কেটে ভাই ভাই ফল ভাণ্ডারে এ অভিযান চালান।

এসময় তারা প্রায় ৬০-৭০ মণ অপরিপক্ক ল্যাংড়া ও হিমসাগর আম উদ্ধার করেন।

পরে আমগুলো পরীক্ষা করে দেখা যায়, ক্ষতিকারক কার্বোহাইড্রেট দিয়ে পাকানো এবং তা পচনরোধে ফরমালিন দেওয়া হয়েছে। পরে উদ্ধারকৃত আমগুলো ট্রাক্টর দিয়ে পিষে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।