বুধবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে কাহারোল উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী এলাকার রেয়াজ উদ্দিনের ছেলে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার বাংলানিউজকে জানান, ইদ্রিস বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দশমাইল হয়ে দিনাজপুর শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান মনসুর আলী।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআইএস/এমজেএফ