বুধবার (২৪ মো) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও অন্যান্য পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রওশনোজ্জামান সিদ্দিকী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা মে ২৫, ২০১৭
বিবিবি/এমএ/আরএ