বুধবার (২৪ মে) রাত ৯টার দিকে বরগুনা শহরের মহাসড়ক সংলগ্ন কুয়েত প্রবাসী হাসপাতালে এ ঘটনা ঘটে।
নবজাতকটির মা সাবিনা বাংলানিউজকে বলেন, আমার সন্তানকে কে বা কারা কোথায় নিয়ে গেছে আমি জানিনা।
সাবিনা বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ঢলূয়া গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, নবজাতক বিক্রির অভিযোগে কুয়েত প্রবাসী হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরএ