বুধবার (২৪ মে) সন্ধ্যায় গৌরনদী থানার সরিকল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মো. সরোয়ার প্যাদা (৫৫) গৌরনদী থানার হোসনাবাদের মিয়ারচর এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ই মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানিয়েছে, সরোয়ারের বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানা ও বরিশাল জেলার গৌরনদী থানায় ইতোপূর্বে ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিভিন্ন সময়ে তিনি এলাকায় ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন।
র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমএস/আরএ