নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আলমগীর শেখ (৩২) নামে এক ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি।
ডিবি জানায়, বুধবার (২৪ মে) ডিবি পুলিশ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডের পূর্বদিকে মাহবুব নার্সারির সামনে থেকে আলমগীর শেখকে আটক করা হয়।
এ সময় কাছ থেকে পুলিশের ব্যবহৃত এক জোড়া হ্যান্ডকাফ ও একটি কালো রঙয়ের নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জিপি/জিপি/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।