ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৩ গরু চোর আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ধামরাইয়ে ৩ গরু চোর আটক

ধামরাই: ঢাকার ধামরাইয়ের বাদেগাওয়াইল এলাকায় গরু চুরি করার সময় তিনটি গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের গরু বহনকারী পিকআপভ্যানটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচর থানার আনন্দপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. দুলাল মিয়া (৩২), নরসিংদী জেলার মাধবদী থানার কোটালীচর গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে আব্দুল রহিম মিয়া (২৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের জামিরুল মণ্ডলের ছেলে পাপ্পু মণ্ডল (২২)।


 
ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সকালে বাদেগাওয়াইল এলাকায় অভিযান চালিয়ে পিকআপভ্যান ও তিনটি গরুসহ ওই তিন চোরকে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে গরুর মালিক লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।