ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বাহুবলে লরি চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
বাহুবলে লরি চাপায় যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তেলবাহী লরির নিচে চাপা পড়ে সামছুল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সামছুল ইসলাম উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে সামছুল জাঙ্গালিয়া এলাকায় চৌরাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।