বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি।
গ্রেফতারকৃতরা হলেন- খবির উদ্দিন (৪৫), হুমায়ুন কবির (৪৫), রফিকুল ইসলাম (৩০), মইন হোসেন (২৬) ও মান্নান মোল্লা (৫৫)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২৪ মে) দিনগত রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে দি সান ফিলিং সার্ভিস সেন্টার পাম্পের পশ্চিম পাশের মাঠ থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় ৫/৬ জন পালিয়ে যান।
আরও জানানো হয়, এসময় ৪টি ওয়ান শ্যুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরআর/এসএইচ