ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
না'গঞ্জে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার  না'গঞ্জে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি।  

গ্রেফতারকৃতরা হলেন- খবির উদ্দিন (৪৫), হুমায়ুন কবির (৪৫), রফিকুল ইসলাম (৩০), মইন হোসেন (২৬) ও মান্নান মোল্লা (৫৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২৪ মে) দিনগত রাতে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে দি সান ফিলিং সার্ভিস সেন্টার পাম্পের পশ্চিম পাশের মাঠ থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় ৫/৬ জন পালিয়ে যান।  

আরও জানানো হয়, এসময় ৪টি ওয়ান শ্যুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

আসামিদের বিরুদ্ধে ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭ 
আরআর/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।