বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দেড় বান্ডল করে ঢেউটিন ও সাড়ে চার হাজার টাকার চেক দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।
সম্প্রতি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের ১০টি এবং উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামের নয়টি বাড়ি আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআই