এ ঘটনায় ছেলে আবদুস সাদীর বিরুদ্ধে বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কোতয়ালি থানায় মামলা করেন।
জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও তার পরিবার শহরের দক্ষিণ ঝিলটুলীতে ভাড়া থাকতেন।
এ সময় মায়ের সঙ্গে ঝগড়া করে মার্কেটের পেছন দিকে একটি গলিতে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে সাদী পালিয়ে যায়। আশেপাশের লোকজন ফাতেমা পারভীনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনার দুইদিন আগে জরুরি কাজে তিনি ঢাকায় যান। খবর পেয়ে তিনি ফরিদপুর ফিরে আসেন। তার ছেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন। সাদী রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র।
নিহতের মেয়ে মারিয়া তামান্না বাংলানিউজকে জানান, তার ভাই বিভিন্ন সময় বাবা-মায়ের কাছে অনেক টাকা চাইতেন, না দিলেই ঝগড়া করতেন। বুধবারও টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় তার।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক মনির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ ওই রাতে ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে ছিল। সকালে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মনির।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জিপি/এমজেএফ