ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

মানবাধিকার কমিশনের কাছে সময় চেয়েছে ২ পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
মানবাধিকার কমিশনের কাছে সময় চেয়েছে ২ পুলিশ কর্মকর্তা কমিশনের সার্বক্ষণিক সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম- ছবি: দীপু মালাকার

ঢাকা: বনানীর রেইন-ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি তলব করলেও হাজির হননি গুলশান বিভাগের ডিসি ও বনানী থানার ওসি।

তারা নিজেদের অপ্রস্তুত উল্লেখ করে পরবর্তী সভায় উপস্থিত হওয়ার জন্য লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ মে) হোটেল রেইন-ট্রি কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, তারা লিখিতভাবে আমাদের কাছে সময় চেয়েছেন। সে অনুযায়ী আমাদের পরবর্তী সভা ৪ জুন তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এটা পুলিশের অসহযোগিতা কি না জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা এটাকে অসহযোগিতা বলবো না। পুলিশ সেলফ ডিফেন্সের জন্য সময় নিতে পারে। এটা যেহেতু তদন্ত চলছে আর এটা যেহেতু একটা সিভিল কোর্ট, তাই তারা সময় নিতেই পারেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বনানীর দ্য রেইন-ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিএএইচ আদনান হারুন এবং রেইন-ট্রি’র মহাব্যবস্থাপক (জিএম) ফ্রাঙ্ক ফরগেজসহ মোট সাতজন কারওয়ান বাজারস্থ কমিশনের কার্যালয়ে উপস্থিত হন।

গত ২৩ মে ধর্ষণের ঘটনা তদন্তে আরও বিস্তারিত জানতে দ্য রেইন-ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন, জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেট, গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) ফরমান আলীকে তলব করে মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
পিএম/জিপি‍/এসএইচ

**
মানবাধিকার কমিশনে ‘দ্য রেইন ট্রি’ কর্তৃপক্ষ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।