বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটের বিপরীত পাশে মুক্তি ভবনের তিনতলায় ‘এমএস আর্মস’ নামে অস্ত্রের দোকানের মেরামতখানায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দোকানের পেছনে প্রতিদিনের মতো আজও অস্ত্রের ফিটিং কাজ করছিলেন কর্মচারীরা, এমন সময় তিনি চা নিয়ে ঢুকতেই একজনের হাত থেকে ভুলক্রমে চাপ লেগে গুলি বের হয়ে বাম পায়ের উরুতে লাগে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ কিশোর বিপদমুক্ত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এজেডএস/এসআরএস/আইএ