শুক্রবার (২৬ মে) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার বড়সলুয়া গ্রামের খোরশেদ আলী (৩৮), লাল মিয়া (৫০), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মিলন হোসেন (২২), বিকাশ কুমার (৩৫), সদর উপজেলার ডাকবাংলা এলাকার রবিউল ইসলাম (৩৩), রাউতাইল এলাকার উত্তম কুণ্ডু (৫০), কৃষ্ণ কুণ্ডু (৪৭), দোগাছি গ্রামের তিতাস (২২), বাগমারা এলাকার সোহাগ হোসেনসহ (১৮) ১৫ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে একটি বাস ঝিনাইদহে আসছিল। পথে আঠারো মাইল এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৭
আরবি/