গত কয়েকদিনের তীব্র তাপদাহের সঙ্গে লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন। বৃহস্পতিবার (২৫ মে) রাত থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভ্যাপসা গরমে জনজীবন অস্থির হয়ে উঠে।
তবে শুক্রবার (২৬ মে) সকাল থেকে দিনাজপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৪ থেমে ৩৬ এর মধ্যে ওঠানামা করছিল। আজকের বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে এসেছে। এখন পর্যন্ত দিনাজপুরে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা কমে ৩২ ডিগ্রিতে নেমেছে।
এদিকে বর্ষণের ফলে টানা দাবদাহের অবসান ঘটলেও ফসলি জমির ধান কাটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। লিচু চাষিরা পোকার আক্রমণের ভয় করছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৭
জেডএস