হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময়
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শনিবার (২২ জুলাই) পর্যন্ত ধারাবাহিকভাবে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সভায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. গোলাম মাওলা, মো. আজহারুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
টিএ/এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।