ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় ৭১০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বাঘায় ৭১০ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাঘার মীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭১০ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার রাওথা ব্লক ঘাট থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মীরগঞ্জ বিজিবি ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির টহল দল রাওথা ব্লক ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ৭১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো বিকেলে বিজিবির রাজশাহী সদর দফতরে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।