ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগমারার বিলসুতি বিলে বজ্রপাত, তিন জেলে নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
বাগমারার বিলসুতি বিলে বজ্রপাত, তিন জেলে নিখোঁজ

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের বিলসুতি বিলে বজ্রপাতের ঘটনায় স্থানীয় তিন জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এর পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।

এরা হলেন- বাগমারা উপজেলার বড়বিহনলী গ্রামের আবুল হোসেন (৪৮), খুরশেদ আলম (৪৫) ও জালাল উদ্দিন (৪০)।

বড়বিহানালী ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে- ওই তিন জেলে বজ্রপাতে মারা গেছেন। তবে মরদেহ না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।  

নিখোজঁদের উদ্ধারে ডুবরি দল খবর দেওয়া হয়েছে বলেও জানান ‍তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসএস/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।