ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা নদী থেকে কারেন্ট জাল-ইলিশ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
পদ্মা নদী থেকে কারেন্ট জাল-ইলিশ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিজিবির মীরগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

তার পরেও এক শ্রেণীর অসাধু জেলেরা গোপনে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে।

তাই পদ্মা নদীতে ইলিশ ধরা প্রতিরোধের জন্য সোমবার তার নেতৃত্বে বাঘা উপজেলার মীরগঞ্জ ও আলইপুর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৮শ’ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটক জাল ও মাছগুলোর মূল্য প্রায় দেড় লাখ টাকা।

পরে জালগুলো মীরগঞ্জ বিজিবি ক্যাম্প চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দ করা ইলিশ মাছগুলো উপজেলার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।