ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে জেলা পরিষদের অনুদান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে জেলা পরিষদের অনুদান  চেক বিতরণ করা হচ্ছে-ছবি-বাংলানিউজ 

রাজশাহী: অবকাঠামগত উন্নয়নের জন্য রাজশাহীর তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার কার্যালয়ে সরকারি এই অনুদানের চেক বিতরণ করেন।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-রাজশাহীর বাগমারা উপজেলার খুজিপুর পূর্বপাড়া জামে মসজিদ ও শ্রীপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় এবং গোদাগাড়ীর হুজরিপাড়া অক অক দাখিল মাদরাসা।  

২০১৬-১৭ অর্থবছরে মসজিদটিকে দেড় লাখ, স্কুলটিকে দুই লাখ এবং মাদরাসাটিকে ১ লাখ টাকা বরাদ্দ দেয় রাজশাহী জেলা পরিষদ।

বৃহস্পতিবার বরাদ্দের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুদানের চেকগুলো সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।  

এই অর্থের কাজ শেষে তাদের অবশিষ্ট টাকা প্রদান করা হবে। চেক বিতরণের সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।