ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ২০১৮ সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা ও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় সুনিশ্চিত করতে হবে।

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ফুলবাড়িয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রঘুনাপথপুর কড়ইতলারপাড় শুভগ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে এমপি মোসলেম উদ্দিন এসব কথা বলেন।  

৫১ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় পল্লী বিদ্যুতের ৩ কিলোমিটার লাইনের উদ্বোধন করা হয়।  

ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।