বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ এ কথা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়দানকারী নড়াইলের লোহাগড়া থানার মইশাপাড়া এলাকার মফিজুল ইসলাম দুলুর ছেলে এমদাদুল ইসলাম আকাশ ওরফে এনায়েত (৩৪), অফিস সহকারী পরিচয়দানকারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর এলাকার আকবর খানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে লাদেন (৪৫), মেজর পরিচয়দানকারী ময়মনসিংহের গফরগাঁও থানার মহির খারুয়া এলাকার গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে শাকিব হাসান লিটন ওরফে সাহাজ্জল হোসেন লিটন ওরফে মেজর নাইম (৪৯) এবং মেজরের পিএ পরিচয়দানকারী দিনাজপুরের ঘোড়াঘাট থানার বাউপুকুর এলাকার আব্বাস আলী শেখের ছেলে মো. মঞ্জুর হোসেন মঞ্জু ওরফে আরিফ হোসেন (৩৬)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৮ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর দুইজনকে চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে থেকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকা থেকে দুইসেট সেনাবাহিনীর ইউনিফর্ম, একসেট মেজর র্যাঙ্ক ব্যাচ, একজোড়া বুট, সেনাবাহিনীর লগোযুক্ত মোজা, সেনাবাহিনীর সিল, প্রার্থীদের নিয়োগপত্র ইত্যাদি জব্দ করা হয়।
এসপি হারুন অর রশিদ বলেন, আটক নাইম সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট, এমদাদ সাবেক করপোরাল, মঞ্জু সাবেক মেস ওয়েটার পদে চাকরি করতেন। গাজীপুরের ভবানীপুর, বোর্ডবাজার, ঢাকার ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা ও শনির আখরা এলাকায় তাদের অস্থায়ী অফিস ছিল।
‘সপ্তাহের বিভিন্ন দিনে ওইসব অফিসে নাইম সেনাবাহিনীর পোশাক পরে মেজর পরিচয়ে বসতেন। তাদের লোকজন বিভিন্ন জেলা থেকে দালালের মাধ্যমে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশীদের নিয়ে অফিসে যেত। পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হতো। কিন্তু নিয়োগপত্র পাওয়ার পর চাকরিতে যোগ দিতে গেলে কৌশলে চাকুরি প্রত্যাশীদের ১০/১৫ দিনের ছুটি দিয়ে অফিস গুটিয়ে পালিয়ে যায় তারা। ’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা হয়েছে। প্রতারক চক্রটি হাইওয়ে রাস্তায় ব্যাংক থেকে টাকা নিয়ে আসা লোকজনদের কৌশলে তাদের গাড়িতে উঠিয়ে র্যাব, ডিবি পরিচয় দিয়ে টাকা ছিনতাই করে অন্যত্র নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭।
আরএস/এমএ