বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশক্রমে ১৬ অক্টোবর সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশের দেওয়া তালিকার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো।
পরোয়ানাভুক্তরা হলেন—সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি রাকিব আলী, সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আব্দুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, শফিক আহমদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা/কোর্ট পয়েন্ট অটোরিকশা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট ইমা/লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি মো. আদিল, সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া, রংমহল টাওযার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মো. আজমল হোসেন, সহ-সভাপতি মো. মুরাদ হোসেন, ধোপাদিঘীর পাড় ইমা/লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো. সাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর নুর হিরন, কোষাধ্যক্ষ মো. আব্দর রশিদ, আম্বরখানা-সালুটির শাখার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।
তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৯০ সি ধারার ক্ষমতা বলে দণ্ডবিধি ২৮৩/৪৩১/৪৩২/৩৮৫/৩৫৩ ধারায় অপরাধ আমলে নিয়ে সিআর-১৪০৬ হিসেবে মামলা রেজিস্ট্রিভুক্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশক্রমে ৫ নভেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এনইউ/এইচএ/