বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এলাকার নিজ স্টেশনারি দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন শহরের পাইকপাড়া সরদার বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান, বিকেলে নিতাইগঞ্জ মোড়ের নিজ স্টেশনারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মামুন। এসময় স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বাংলানিউজকে বলেন, ‘মামুনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস