ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এলাকার নিজ স্টেশনারি দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন শহরের পাইকপাড়া সরদার বাড়ির বাসিন্দা।


 
এলাকাবাসী জানান, বিকেলে নিতাইগঞ্জ মোড়ের নিজ স্টেশনারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মামুন। এসময় স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন বাংলানিউজকে বলেন, ‘মামুনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।