ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে পাটের গোডাউনে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
নাটোরে পাটের গোডাউনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর সদর উপজেলার শঙ্করভাগ বাজারে একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা (ডিএডি) আকতার হোসেন বাংলানিউজকে জানান, শঙ্করভাগ গ্রামের বাসিন্দা সত্য নারায়ণ তেলীর মালিকানাধীন গোডাউনটি একই এলাকার পাট ব্যবসায়ী বিনয়কে ভাড়া দেন। ওই ব্যবসায়ী সম্প্রতি শঙ্করভাগসহ বিভিন্ন হাট থেকে এসব পাট কিনে গুদামজাত করেন। এতে পুরো গোডাউন ভর্তি পাট ছিল। সন্ধ্যার দিকে  হঠাৎ ওই গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাটোর, দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পাট ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার পাট পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।