বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদ করার জন্য ১ কেজি করে উন্নত জাতের বারি সরিষা-১৪, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তারের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বাংলানিউজকে জানান, মাত্র ৮০ দিনে বারি সরিষা-১৪ এর আবাদ ঘরে তোলা যায়। এর দানা পুষ্ট, ফলনও ভালো। এ সরিষার তেল ভালো হওয়ায় বাজারে দামও ভালো পাওয়া যায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এতে লাভবান হওয়ার সাথে সাথে এলাকায় তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পাবে। যা এলাকার পুষ্টি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
টিএ